বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিট নতুন স্মার্টওয়াচ নিয়ে কাজ করছে। সম্প্রতি এই স্মার্টওয়াচের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এটি প্রতিষ্ঠানটি স্বয়ংসম্পূর্ণ স্মার্টওয়াচ।
সম্প্রতি ফিটবিটের এই ওয়াচটির তথ্য ইয়াহু ফিনান্সে প্রকাশ হয়। এরপরই প্রযুক্তিপ্রেমীদের নজরে আসে ডিভাইসটি। ধারণা করা হচ্ছে স্মার্টওয়াচটি ফিটবিটের ব্লেজ এবং পেবেল স্মার্টওয়াচের সর্বশেষ ভার্সনের সংমিশ্রণ। ডিভাইসটি দেখতে অনেকটা অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর মত।
ফিটবিটের নতুন স্মার্টওয়াচটিতে হাই-রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে থাকবে বিল্টইন জিপিএস, হার্ট রেট মনিটর। এছাড়াও ডিভাইসটি দিয়ে টাচলেস পেমেন্ট করা যাবে। এটি গান শোনার জন্যও ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে চার দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
জানা গেছে, ‘হিগস’ কোডনেমে ফিটবিট এই স্মার্টওয়াচ তৈরি করছে।