আমাকে বিয়ে করাও

বাবা-ছেলে কৌতুক April 26, 2017 1,916
আমাকে বিয়ে করাও

বল্টু : বাবা, আমি তো তোমাদের একমাত্র সন্তান তাই না?


বাবা : হ্যাঁ, তোকেই তো কত কষ্ট করে পেলাম।


বল্টু : আচ্ছা বাবা, আমি ছেলে না মেয়ে?


বাবা : কেন? তুই ছেলে।


বল্টু : আমি যদি মেয়ে হতাম, কতো বছর আগে আমাকে বিয়ে দিতে?


বাবা : কেন? ৫-৬ বছর আগে।


বল্টু : মাইয়ারে কত টাকা খরচ করে বিয়ে দিতে?


বাবা : কম হলেও দশ লাখ লাগতো।


বল্টু : আমার দশ লাখ লাগবে না, আট লাখ তুমি দাও। আর দশ লাখ মেয়ের বাবার থেকে নিয়ে আমাকে বিয়ে করাও।