গুগলের অ্যাকশন ভিআর ক্যামেরা

গ্যাজেট রিভিউ April 25, 2017 716
গুগলের অ্যাকশন ভিআর ক্যামেরা

নতুন প্রযুক্তির জাম্প ভিআর ক্যামেরা আনলো পৃথিবীর শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গুগল। গুগল এই ক্যামেরাটি যৌথভাবে তৈরি করেছে। একাজে গুগলকে সহায়তা করেছে চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইআই টেকনোলজি। ক্যামেরাটির নাম দেয়া হয়েছে ‘ওয়াইআই হালো’।


গুগল তাদের নতুন এই ক্যামেরাটি গতকাল লাস ভেগাসে অবমুক্ত করেছে। এর মূল্য বেশ চড়া। এটি কিনতে হলে গুনতে হবে ১৭ হাজার ডলার।


এই ক্যামেরা দিয়ে ফোরকেমানের অ্যাকশন ভিডিও ধারণ করা যাবে। ক্লাউডের মাধ্যমে ক্যামেরার ছবি ও তথ্য সংরক্ষণ করা যাবে।