শাওমির নতুন হেডফোন

গ্যাজেট রিভিউ April 18, 2017 756
শাওমির নতুন হেডফোন

বাজারে নতুন হেডফোন আনলো চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। হেডফোনটির মডেল শাওমি মি হেডফোন। এটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে। দাম ২ হাজার ৯৯৯ রুপি।


শাওমি গতবছর এই হেডফোনটি চীনের বাজারে ছাড়ে। এবার এটি ভারতের বাজারে এলো। সাধারণ ডিজাইনে তৈরি এই হেডফোনটি হালকা-পাতলা গড়নে তৈরি। এতে কুশন, এয়ার কাপ রয়েছে। ফলে এটি আরামদায়ক।


হেডফোনটির নিয়ন্ত্রণ করার জন্য বামপাশের ইয়ারকাপে কন্ট্রোল প্যানেল আছে।


তিনটি রঙে হেডফোনটি পাওয়া যাবে। মিন্ট, অরেঞ্জ এবং হোয়াইট কালারে। এতে নয়েস রিডাকশন ফিচার আছে।


এর আগে ভারতের বাজারে শাওমি মি প্রো এইচডি হেডফোন বাজারে ছাড়ে। এর মূল্য ছিল ১ হাজার ৯৯৯ রুপি।


ডিভাইসটি ধুলোবালি প্রতিরোধী। এর ফিকোয়েন্সি রেঞ্জ ২০গিগাহার্জ থেকে ৪০ হাজার গিগাহার্জ।