অ্যানড্রয়েড স্মার্টওয়াচ আনলো জেডটিই

গ্যাজেট রিভিউ April 15, 2017 1,208
অ্যানড্রয়েড স্মার্টওয়াচ আনলো জেডটিই

এই প্রথম অ্যানড্রয়েড স্মার্টওয়াচ আনলো চীনের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জেডটিই। ওয়াচটির নাম জেডটিই কোয়ার্টজ। এর আগে প্রতিষ্ঠানটি একটি পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ে। সেটি ছিল জেডটিই এক্সন। এটি টেনসেন্ট অপারেটিং সিস্টেম চালিত। দুই বছর আগে ডিভাইসটি বাজারে আসে। এবার এলো স্মার্টওয়াচ।


ডিভাইসটির দাম ২০০ ডলার।


জেডটিইর স্মার্টওয়াচটিতে আছে ১.৪ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ডিভাইসটিতে এনএফসি, হার্ট রেট মনিটর আছে। এতে রোটেটিং ডায়াল ব্যবহার করা হয়েছে।


ওয়াচটি আইপি৬৭ সার্টিফাইড। অর্থাৎ এটি পানি ও ধুলোবালি প্রতিরোধী। এতে ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।