ফোনের জন্য ৩৬০ ডিগ্রি ভিআর ক্যামেরা

গ্যাজেট রিভিউ April 9, 2017 1,068
ফোনের জন্য ৩৬০ ডিগ্রি ভিআর ক্যামেরা

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই নতুন একটি ভিআর ডিজিটাল ক্যামেরা মোবাইল এক্সেসরিজ নিয়ে এসেছে। মডেল নিওওয়ার ভিআর ক্যামেরা।


ছোট্ট এই ডিভাইসটিতে দুইটি ফিসআই লেন্স আছে। প্রতিটি লেন্সে ২১০ ডিগ্রি ফিল্ড অব ভিউ পাওয়া যাবে।


নিওএয়ার ক্যামেরাটিতে ৩৬০ ডিগ্রি ছবি পাওয়া যাবে। এর রেজুলেশন ৩০০৮x১৫০৪ পিক্সেল। অন্যদিকে ক্যামেরাটি দিয়ে ২৫৬০x১২৮০ পিক্সেলের ভিডিও করা যাবে। ক্যামেরার অ্যাপারচার এফ/২.৪।


ক্যামেরাটির ওজন ২৬.৫ গ্রাম। এর আয়তন ৩৭.৬ মিলিমিটার। এতে ইউএসবি টাইপ-সি কানেক্টর আছে।


ক্যামেরাটি অ্যানড্রয়েড ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। এজন্য ফোনটি কমপক্ষে ২ জিবি র‌্যামের হতে হবে। এরপর এটি দিয়ে ফেসবুক, টুইটার এবং ইউটিউবে ৩৬০ ডিগ্রি ভিডিও লাইভ করা যাবে।


চীনের বাজারে ক্যামেরাটির মূল্য ৬৯৯ ইয়েন।