মিসফিটের নতুন স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ March 26, 2017 1,571
মিসফিটের নতুন স্মার্টওয়াচ

যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ইলেকট্রোনিক্স প্রতিষ্ঠান মিসফিট নতুন একটি স্মার্টওয়াচ বাজারে ছেড়েছে। এটিকে বলা হচ্ছে মিসফিট ভেপর স্মার্টওয়াচ। এতে অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি অ্যানড্রয়েড ওয়ার ২.০ অপারেটিং সিস্টেম চালিত।


মিসফিট তাদের ভেপর স্মার্টওয়াচটি লাসভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে প্রথম প্রদর্শন করা হয়। এবার এটি বাজারে এলো।


অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে ডিভাইসটিতে গুগল অ্যাসিসট্যান্ট রয়েছে। ওয়াচটির মূল্য ১৯৯ ডলার।


মিসফিটের এটি প্রথম ফিটনেস ট্রেকার সম্বলিত স্মার্টওয়াচ। এতে টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।


স্মার্টওয়াচটির সঙ্গে অ্যানড্রয়েড কিংবা আইএস ডিভাইসে পেয়ার করা যাবে।


এতে আছে ১.৪ ইঞ্চির সার্কুলার অ্যামোলিড ডিসপ্লে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়ার ২১০০ প্রসেসর রয়েছে। এতে আছে ৪ জিবি বিল্টইন মেমোরি এবং বিল্টইন জিপিএস। এছাড়াও এতে ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।


ফিসফিটের নতুন ওয়াচটিতে দুই দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এতে এক্সিলেরোমিটার, জাইরোস্কোপ, হার্ট রেট সেন্সর রয়েছে।