আপনার গাড়িতে আসলাম

ডাক্তার ও রোগী March 20, 2017 1,727
আপনার গাড়িতে আসলাম

মুরাদ ডাক্তারের কাছে গেছে-


মুরাদ : ডাক্তার সাব, আপনি হাসপাতালে বসে রোগী দেখলে ভিজিট কত নেন?


চিকিৎসক : ১০০ টাকা।


মুরাদ : আর রোগীর বাসায় গিয়ে দেখলে কত নেন?


চিকিৎসক : ১৫০ টাকা।


মুরাদ : তাইলে আপনি আমার সঙ্গে আমার বাসায় চলেন।


বাসায় যাওয়ার পর-


চিকিৎসক : রোগী কোথায়?


মুরাদ : রোগী নাই।


চিকিৎসক : রোগী না থাকলে আপনি আমাকে এনেছেন কেন?


মুরাদ : আপনার বাসা থেকে আমার বাসায় আসতে ভাড়া লাগে ২০০ টাকা। তাই আমি ১৫০ টাকা দিয়ে আপনার গাড়িতে করে আসলাম!