নাতির সঙ্গে পাল্লা

ডাক্তার ও রোগী March 9, 2017 1,949
নাতির সঙ্গে পাল্লা

চিকিৎসক : এক বছরের ছেলে যা যা খায় আপনিও তাই খাবেন। এর বেশি না।


রোগী : কিন্তু পারছি না। এক বছরের নাতির সঙ্গে পাল্লা দিয়ে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে।


চিকিৎসক : কী কী খেতে পারছেন না?


রোগী : আজ্ঞে রবার, জুতোর ফিতে, কালি, ঠোঙা ইত্যাদি।