নারকেল ভেঙে বিশ্বরেকর্ড!

ওয়ার্ল্ড রেকর্ডস February 23, 2017 2,208
নারকেল ভেঙে বিশ্বরেকর্ড!

খালি হাতে ১২৪টি নারকেল ভেঙে নতুন বিশ্বরেকর্ড তৈরি করল কেরালার আবেশ পি ডমেনিক। কেরালার পুঞ্জারের বাসিন্দা ২৫ বছরের ডমেনিক কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে কাজ করেন। ত্রিসূরের শোভা সিটি মলে ডমেনিকের এই প্রর্দশনটি হয়। এখানেই তিনি খালি হাতে ১২৪টি নারকেল এক মুহূর্তের মধ্যে ভেঙে দেন।


ডমেনিকের আগে জার্মানির ‌এক ব্যক্তি ১১৮টি নারকেল খালি হাতে ভেঙে বিশ্ব রেকর্ড করেছিল। ডমেনিক তাঁকে পেরিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করল। ডমেনিক ১৪৫টি নারকেল এদিন ভাঙেন যার মধ্যে ১২৪টি নারকেল পুরোপুরিভাবে ভেঙে যায়।


ইতিমধ্যেই ২৫ বছরের ডমেনিকের নাম ‘ইউনির্ভাসাল রেকর্ড ফোরাম’‌, ‘‌লিমকা বুক অফ রেকর্ডস’‌, ‘‌রেকর্ড সেটার বুক অফ ওয়াল্ড রেকর্ডস’‌ এবং ‘‌দ্য অ্যাসিস্ট ওয়াল্ড রেকর্ডে’‌ উঠে গেছে।


সূত্র: আজকাল