বালির দূর্গ বানিয়ে গিনেসবুকে ভারতীয় শিল্পী

ওয়ার্ল্ড রেকর্ডস February 11, 2017 1,461
বালির দূর্গ বানিয়ে গিনেসবুকে ভারতীয় শিল্পী

বিশ্বের উচ্চতম বালির দূর্গ বানিয়ে গিনেসবুকে নাম লেখালেন ভারতের বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। আয়লানের মৃত্যুর প্রতিবাদ থেকে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে শ্রদ্ধাজ্ঞাপন, তার হাতের ছোঁয়ায় সমুদ্রসৈকতে ফুটে ওঠে নানা মুহূর্তের স্থাপত্য।


তার শিল্পে কখনও ধরা পড়ে প্রশংসার কাহিনি তো কখনও ব্যর্থতার গ্লানি। এভাবে দেশ ছাড়িয়ে বিদেশেও সুদর্শনের কীর্তির কথা ছড়িয়ে পড়ে।


সম্প্রতি তিনি বালি দিয়ে তৈরি করেন আস্ত একটি দূর্গ। যার উচ্চতা ৪৮ ফুট ৮ ইঞ্চি। সুদর্শন স্যান্ড আর্ট ইনস্টিটিউটের ৩০ জন ছাত্রকে সঙ্গে নিয়ে পুরীর সমুদ্রসৈকতে এই সুউচ্চ দূর্গটি বানান। সেখানেই উপস্থিত ছিলেন গিনেসবুকের কর্তারা। শুক্রবার সুদর্শনকে সম্মানিত করে গিনেসবুক কর্তৃপক্ষ। এর আগে সর্বোচ্চ বালির দূর্গটি ছিল ৪৫ ফুট লম্বা।


গত বছর বড়দিনে এক হাজার বালি দিয়ে চার দিন ধরে এক হাজার ১০ টি সান্তা ক্লজ তৈরি করে তাক লাগিয়ে দেন সুদর্শন। সেই কৃতিত্বের জন্য লিমকা রেকর্ড বুকে জায়গা করে নিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন এই শিল্পী। এবার গিনেসবুকে নাম তুলে ইতিহাস গড়লেন তিনি।