স্মার্টওয়াচ আনছে জেডটিই

গ্যাজেট রিভিউ February 8, 2017 833
স্মার্টওয়াচ আনছে জেডটিই

প্রথমবারের মত স্মার্টওয়াচ আনতে কাজ করছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। এর মডেল জেডটিই কোয়ার্টজ। এটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। সম্প্রতি ডিভাইসটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে।


ফাঁস হওয়া তথ্য মতে জেডটিইর নতুন স্মার্টওয়াচটি অ্যানড্রয়েড ওয়ার ২.০ ভার্সন চালিত।


জেডটিইর স্মার্টওয়াচটিতে ওয়াইফাই কানেকটিভিটি থাকছে। ডিভাইসটিতে থ্রিজি নেটওয়ার্ক পাওয়া যাবে। এই ওয়াচটি ফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। তবে এটি নিজে নিজেই ফোনের মত কাজ করবে। ওয়াচটির মডেল নম্বর জেডডব্লিউ১০।


ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এটি সম্পর্কে জেডটিই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অনেকটা গোপনীয়তা রক্ষা করে কাজ করছে প্রতিষ্ঠানটি।


তবে ধারণা করা হচ্ছে জেডটিই তাদের নতুন ও প্রথম স্মার্টওয়াচটি বার্সোলেনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করবে।