সনির সাইবার শটে ৫০ এক্স জুম

গ্যাজেট রিভিউ January 31, 2017 1,152
সনির সাইবার শটে ৫০ এক্স জুম

জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি নতুন একটি ক্যামেরা বাজারে ছেড়েছে। এটি সাইবার শট সিরিজের। ক্যামেরাটির মডেল সনি সাইবার শট এইচএক্স৩৫০। এই ক্যামেরাটির বিশেষত্ব হচ্ছে এতে ৫০ এক্স জুম রয়েছে। ভারতের বাজারে ক্যামরাটির মূল্য ২৮ হাজার ৯৯০ রুপি।


সনির নতুন এই পয়েন্ট অ্যান্ড শুটারে ফুল ডিএসএলআর ক্যামেরার সুবিধা পাওয়া যাবে। এতে আছে ২৪ মেগাপিক্সেলের এক্সমোর আর সিমস সেন্সর। সনি দাবি করছে এই ক্যামেরা দিয়ে অল্প আলোতেও ভালো মানের ছবি পাওয়া যাবে।


ক্যামেরাটিতে বিআইওএনজে এক্স ইমেজ প্রসেসিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় ডিএসএলআর ক্যামেরার মত বিভিন্ন মোড রয়েছে। বিশেষ করে এই ক্যামেরায় পোর্টেট, ল্যান্ডস্কেপ এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা যাবে।


সনি এইচএক্স৩৫০ ক্যামেরাটিতে ৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে ৯২১ ডট রেজুলেশন পাওয়া যাবে। ক্যামেরাটিতে মাইক্রো এইচডিএমআই, হাইস্পিড ইউএসবি ২.০ রয়েছে। এতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিতে ২ ঘণ্টা ৩০ মিনিট একটানা ছবি তোলা যাবে। এক চার্জে ৩০০ ছবি তোলা যাবে।