ক্যাননের নতুন ডিএসএলআর ক্যামেরা

গ্যাজেট রিভিউ January 30, 2017 3,885
ক্যাননের নতুন ডিএসএলআর ক্যামেরা

নতুন একটি ক্যামেরা বাজারে ছাড়লো জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। নতুন ক্যামেরাটির মডেল ক্যানন ইওএস ৫ ডি মার্ক ফোর।


নতুন এই ক্যামেরাটিতে সিমস সেন্সর রয়েছে। এতে আছে ডিজিক ৬ প্লাস প্রসেসর। ক্যামেরাটিতে ৫০-১০২৪০০ আইএসও রয়েছে।


ক্যামেরাটি ১৯২০x১০৮০ পিক্সেলের চিত্র ধারণ করতে সক্ষম। এতে সিএফ, এসডি, এসডিএইচসি, এসডিএক্সসি মেমোরি কার্ড সমর্থন করে। ক্যামেরাটির ওজন ৮০০ গ্রাম। এতে ৩.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।


ধুলো এবং পানিরোধী এই ক্যামেরাটিতে ৩০.৪ মেগাপিক্সেলে ফুল ফ্রেম হাই সেনসেটিভিটি সেন্সর ব্যবহৃত হয়েছে। অল্প আলোতেও ভালো মানের ছবি পাওয়া যাবে এই ক্যামেরায়।


এই ক্যামেরাটির শার্টার পাওয়া যাবে ৩০ সেকেন্ডে ১/৮০০০।