চশমাসহ ৭৫ কেজি

ডাক্তার ও রোগী January 26, 2017 1,896
চশমাসহ ৭৫ কেজি

কুদ্দুস চাচা গেছেন চিকিৎসকের কাছে...


চিকিৎসক : আপনার ওজন কত?


চাচা : চশমাসহ কমু না চশমা ছাড়া?


চিকিৎসক : মানে?


চাচা : চশমাসহ ৭৫ কেজি।


চিকিৎসক : আর চশমা ছাড়া?


চাচা : কেমতে কমু? চশমা ছাড়া তো দেখবারই পারি না।