বাংলাদেশের রেকর্ড ভেঙে দিয়ে গিনেস বুকে ভারত

ওয়ার্ল্ড রেকর্ডস January 22, 2017 2,560
বাংলাদেশের রেকর্ড ভেঙে দিয়ে গিনেস বুকে ভারত

২০১৪ সালে এক সঙ্গে ২ লক্ষ ৫৪ হাজার ৫৩৭ জন জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ল প্রতিবেশি দেশ ভারত।


ভাতের গুজরাটের রাজকোটের কাগভাড় অঞ্চলের প্রায় ৩ লক্ষ ৫০ হাজার মানুষ খোদাল ধাম মন্দিরে খোদিয়ার দেবীর মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই গাওয়া হয় জাতীয় সঙ্গীত। যার পরেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে যায়।


খোদাল ধাম মন্দির ট্রাস্টের সদস্য হংসরাজ গাজেরা বলেন, ‘সাড়ে তিন লক্ষেরও বেশি লোক এদিন জাতীয় সঙ্গীত গেয়েছেন। গিনেস ওয়ার্ল্ডের পরিদর্শকরাও উপস্থিত ছিলেন। আমরা ওই রেকর্ডের প্রশংসাপত্রও পেয়েছি। ’ এই ট্রাস্টটি এর আগে ‘‌লিমকা বুক অব রেকর্ডসে’‌ আরও দু’‌টি রেকর্ড গড়েছিল। একটি ছিল সবচেয়ে দীর্ঘ শোভাযাত্রা এবং ১০০৮টি কুণ্ডের মহাযজ্ঞের। শোভাযাত্রাটি ৪০ কিমি দীর্ঘ ছিল।