বিজয় দিবসে এক সারিতে সহস্রাধিক সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান সাইক্লিং কমিউনিটি বিডিসাইক্লিস্টস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ১৬ ডিসেম্বর ঢাকায় বিডিসাইক্লিস্টসের আয়োজনে এক সারিতে এক হাজার ১৮৬ জন সাইকেল চালিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’ তৈরি করেন।
তাদের এই ঘোষণার পর মঙ্গলবার রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কেক কেটে উৎসব করেন বিডিসাইক্লিস্টসের সদস্যরা।
বসনিয়া-হার্জেগোভিনার রেকর্ড ভেঙে এই কীর্তি গড়েছেন তারা। ২০১৫ সালে বসনিয়ান সাইক্লিং ফেডারেশান প্রায় ২০টি দেশের সাইক্লিস্টদের নিয়ে এই রেকর্ডের অধিকারী হয়। এর আগে পাঁচ বছর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সাইক্লিস্টদের।
বিজয় দিবসের সকালে বাংলাদেশের এই সাইক্লিস্টরা বর্ণিল ‘বিজয় রাইড’ নিয়ে রাজধানীর পূর্বাচলের তিনশ ফিটে গিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’ তৈরি করেন।