ক্যাননের নতুন ক্যামেরা

গ্যাজেট রিভিউ January 14, 2017 1,475
ক্যাননের নতুন ক্যামেরা

জাপানের মাল্টিন্যাশনাল প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন নতুন একটি ক্যামেরা বাজারে ছেড়েছে। এটি পাওয়ার শট সিরিজের। মডেল ক্যানন পাওয়ার শট জি৯ এক্স মার্ক ২।


ক্যাননের নতুন এই ক্যামেরাটিতে আছে ১.০ ইঞ্চির ২০.২ মেগাপিক্সেলের সিমস সেন্সর। সঙ্গে আছে ডিজিক ৭ ইমেজ প্রসেসর। এতে ৩এক্স অপটিক্যাল জুম লেন্স রয়েছে। কিট লেন্সটি ২৮-৮৪ মিলিমিটারের। এর অ্যাপারচার এফ/২.০-এফ/৪.৯।


ক্যামেরাটিতে ৩ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এটি ফুল এইচডি ডিভিও ক্যাপচার করতে পারবে। এতে বিল্টইন ওয়াইফাই এবং এনএফসি রয়েছে।


ফেব্রুয়ারি মাস থেকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। এর মূল্য ৫২৯.৯৯ ডলার।


ক্যানন চিত্রধারণ ও অপটিক্যাল বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ক্যামেরা ছাড়াও প্রতিষ্ঠানটি ক্যামকর্ডার, ফটোকপিয়ার, প্রিন্টার ও মেডিকেল প্রযুক্তি পণ্য উৎপাদন করে থাকে। প্রতিষ্ঠানটির সদর ওটা, টোকিও, জাপানে।