বিশ্বের প্রথম থার্মাল ইমেজিং ক্যামেরা আনলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফ্লেয়ার। এই ক্যামেরা ড্রোনের সঙ্গে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ক্যামেরাটির মডেল দ্য ফ্লেয়ার ডুও।
এই ক্যামেরায় দুইটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। একটিতে আছে ১৬০x১২০ রেজুলেশনের থার্মাল ইমেজ সেন্সর। অন্যটিতে আছে ১৯২০x১০৮০ ভিসিবল লাইট ক্যামেরা। উভয় ক্যামেরা একসঙ্গে কাজ করে।
এই ক্যামেরা স্টিল ইমেজও ধারণ করতে পারে। এতে এইচডিএমআই ভিডিও আউটপুট রয়েছে।
এছাড়াও ফ্লেয়ারের আরেকটি মডেলের ক্যামেরা রয়েছে। যার মডেল ডুও আর। যেটিতে রেডিওমেট্রিক টেমপেরেচার মেসারমেন্ট পাওয়া যাবে। এই ক্যামেরার অন্যান্য ফিচার ফ্লেয়ার ডুও ক্যামেরার মতই।
ফ্লেয়ার ডুও ক্যামেরার দাম ৯৯৯.৯৯ ডলার। অন্যদিকে ডুও আর ক্যামেরার দাম ১২৯৯.৯৯ ডলার।