তোর থেকে বেশি জানি

বাবা-ছেলে কৌতুক January 9, 2017 1,695
তোর থেকে বেশি জানি

এক লোক তার ছেলেকে বলছে-


বাবা : সবকিছুতে তর্ক করতে হয় না। আমি তোর থেকে বেশি জানি।


ছেলে : বাবারা সবকিছুই ছেলের থেকে বেশি জানেন?


বাবা : অবশ্যই।


ছেলে : বল তো মধ্যাকর্ষণ শক্তির কথা কে আবিষ্কার করেছেন?


বাবা : বিজ্ঞানী নিউটন।


ছেলে : তাহলে নিউটনের বাবা ওটা আবিষ্কার করতে পারেননি কেন?