কেসিওর স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ January 8, 2017 1,145
কেসিওর স্মার্টওয়াচ

জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেসিও নতুন একটি স্মার্টওয়াচ অবমুক্ত করেছে। মডেল কেসিও প্রো ট্রেক এফ২০। এটি প্রদর্শন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শোতে।


এটি কেসিওর দ্বিতীয় প্রজন্মের অ্যানড্রয়েড স্মার্টওয়াচ। ওয়াচটি অফলাইন এবং অনলাইনে ম্যাপ সমর্থন করে। এতে জিপিএস, ম্যাগনেটিক কম্পাস, ব্যারোমিটা এবং আল্টিমিটার।


এটি মিল এসটিডি ৮১০জি মিলিটারে রেটিং সম্বলিত। ফলে ডিভাইসটি পানিরোধক।


এতে ডুয়েল লেয়ার ডিসপ্লে রয়েছে। এতে মনোক্রোম মোড রয়েছে। ফলে বিদ্যুৎ সাশ্রয়ী।


ডিভাইসটি অ্যানড্রয়েড ওয়ার ২.০ অপারেটিং সিস্টেম চালিত। মূল্য ৫০০ ডলার।