পানিরোধী স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ January 7, 2017 1,113
পানিরোধী স্মার্টওয়াচ

যুক্তরাষ্ট্রের কনজুমার ইলেকট্রোনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মিসফিট নতুন মডেল একটি স্মার্টওয়াচ প্রদর্শন করেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শো ২০১৭ তে স্মার্টওয়াচটি প্রদর্শন করা হয়েছে। এটির মডেল দ্য মিসফিট ভেপর।


ডিভাইস অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত নয়। এতে জিপিএস রিসিভার রয়েছে। আরও আছে অপটিক্যাল হার্ট রেট মনিটর এবং অ্যালটোমিটার। ডিভাইসটির সঙ্গে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করা যাবে।


ওয়াচটিতে ওয়াইফাই কানেকটিভিটি রয়েছে। এর মেমোরি ৪ জিবির।


মেটালে তৈরি ওয়াচটির পুরুত্ব ৪৪ মিলিমিটার। ডিসপ্লে ১.৩৯ ইঞ্চির অ্যামোলিড। ডিসপ্লের পুরুত্ব ৩২৬ পিপিআই।


পানিরোধী এই ওয়াচটি পরিচালনার জন্য মিসফিট নামের একটি অ্যাপ রয়েছে।