ক্যামেলিয়া ফুলের বৈজ্ঞানিক নাম : Camellia japonica. এ ফুল দেখতে অনেকটাই গোলাপের মতো। গাছ ও পাতা না দেখলে যে কেউ একে গোলাপ বলে স্বাভাবিক ভুল করতে পারে।
চা এবং ক্যামেলিয়া একই গোত্রের উদ্ভিদ। উদ্ভিদ বিজ্ঞানীরা এদের দুই বোন হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক যত্ন করে এ ফুলের নামকরণ করেন। কবি এ ফুল দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে, তিনি এর নাম রাখেন ‘ক্যামেলিয়া’।
ক্যামেয়িয়া ফুলের রং লাল। পাতার আকার লেবুপাতার মতো মাঝারি। তবে চা পাতার মতো শিরাময় নয়। ক্যামেলিয়া ছায়াময় স্থানে বেড়ে উঠতে ভালোবাসে। যেভাবে চা গাছে ছায়ার জন্য শিরিষ গাছ লাগানো হয়ে থাকে, ঠিক সেভাবে।
ক্যামেলিয়ার গাছও চা গাছের মতো একশ’ বা ততোধিক বছর বেঁচে থাকে। উচ্চতায় পাঁচ ফুটের মতো হয়। গাছ গাঢ় সবুজ ও ঘন ঝোপালো হয়।
ঘন ডালপালাময় এই ঝোপালো গাছকে দূর থেকে সবুজের নিকুঞ্জ বলে মনে হয়। এ স্তূপ বাগানের সৌন্দর্যকে বহুলাংশে বৃদ্ধি করে তোলে, যা দেখে মন ভরে যায়।
তথ্যসূত্রঃ ইন্টারনেট