টাকা তো টাকাই

বাবা-ছেলে কৌতুক January 4, 2017 1,684
টাকা তো টাকাই

বাবুল সাহেবের ছেলে তাকে বলছে...


ছেলে : আচ্ছা বাবা ধর, তুমি সকালে হাঁটতে বের হয়েছ, পার্কের নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছ। এমন সময় তুমি দেখলে রাস্তার মাঝে একটা চকচকে নতুন একশ’ টাকার নোট, একটা পুরনো পাঁচশ’ টাকার নোট আর একটা আরও পুরনো এক হাজার নোট পড়ে আছে। তুমি কোনটা তুলে নেবে?


বাবুল : এক হাজার টাকার নোট, পুরনো হলেও টাকা তো টাকাই!


ছেলে : এ জন্যই মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে। তিনটাই তো নিতে পার- কে নিষেধ করেছে!