শাওমির ব্লুটুথ হেডফোন

গ্যাজেট রিভিউ December 28, 2016 1,487
শাওমির ব্লুটুথ হেডফোন

চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে নতুন ব্লুটুথ হেডফোন ছেড়েছে। এটি আপাতত চীনের বাজারে পাওয়া যাচ্ছে। এটির দাম ১৯৯ ইয়েন। এটি কালো, নীল, গোলাপী এবং ধূসর রঙে পাওয়া যাবে। বিভিন্ন সাইজে হেডফোনটি পাওয়া যাবে।


এ হেডফোনটি অ্যালুমিনিয়ামে তৈরি। এটি অ্যানড্রয়েড ডিভাইস দিয়ে খুব সহজে কানেক্ট করা যাবে। সাথে ৫টি সিলিকন ইয়ার ক্যাপসও আছে।


শাওমি জানায়, নতুন এমআই হেডফোনটি জাপান থেকে স্ট্যান্ডার্ড সার্টিফাইড করা। যা শ্রোতাদের গান শোনার অভিজ্ঞতাকে বাড়িয়ে দেবে। এটি কানে একদম ফিট।


নতুন এ হেডফোন থেকে কল ও ভলিউম খুব সহজে কন্ট্রোল করা যাবে। এটি প্রিস্টন ফ্রেশ। ডিভাইসটির ফ্রিকোয়েন্সি ২০ হার্জ থেকে ২০ হাজার হার্জ পর্যন্ত।