তুমি কবে বিয়ে করেছ

বাবা-ছেলে কৌতুক December 25, 2016 1,875
তুমি কবে বিয়ে করেছ

ছেলে : তুমি আমার সাথে অন্যায় করেছ।


বাবা : কি করলাম?


ছেলে : আজ ভাইয়ার বিয়ে হল কত আনন্দ করলাম। আর তুমি কবে বিয়ে করেছ আমি জানলামও না।


বাবা : তুই যে তখন ছিলে না বাবা।


ছেলে : আমি আসার জন্য অপেক্ষা করলে না কেন?


বাবা : তা যে হয় না বাবু সোনা।


ছেলে : একা একা নিজের বিয়ে খেয়েছ। আমিও দেখব আমার বিয়ে তুমি কিভাবে খাও?