শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু
সবকটা জানালা খুলে দাওনা
সবকটা জানালা খুলে দাওনা আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।
কেউ যেন ভুল করে গেয়ো নাকো মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।
কেউ যেন ভুল করে গেয়ো নাকো মন ভাঙা গান।।
সবকটা জানালা খুলে দাওনা আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।
আমি গাইব গাইব বিজয়েরই গান।।।