দু’বছরের বাচ্চা যা খায়

ডাক্তার ও রোগী December 15, 2016 2,063
দু’বছরের বাচ্চা যা খায়

রোগী : ডাক্তার সাব, আমার পেটের ব্যথা আরো বেড়ে গেছে।


চিকিৎসক : আপনাকে বারবার বলেছি দু’বছরের বাচ্চা যা খায় তাই খাবেন।


রোগী : তাই খেয়েই তো এই অবস্থা।


চিকিৎসক : সেকি! কি খেয়েছেন?


রোগী : জুতার ফিতা, বোতাম, কলমের ক্যাপ…