১১৭১ টাকায় শাওমির ভিআর হেডসেট

গ্যাজেট রিভিউ December 14, 2016 1,038
১১৭১ টাকায় শাওমির ভিআর হেডসেট

চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি এবার বাজারে ছেড়েছে তাদের নতুন পণ্য ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট। এটি এন্ট্রি লেভেলের। এর মডেল ‘এমআই ভিআর প্লে’। এছাড়াও এটির অ্যাপ ও পাওয়া যাবে। যা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে হেডসেটটির সাথে কানেক্ট করে লাইভস্ট্রিমিং করা যাবে। এটি ভারতের বাজারে ছাড়া হয়েছে। হেডসেটটির মূল্য ৯৯৯ রুপি। যা বাংলাদেশি টাকায় ১ হাজার ১৭১ টাকা।


শাওমি জানায়, এমআই ভিআর প্লে ব্যবহারকারীকে অনেক বেশি ভার্চুয়াল অভিজ্ঞতা দিতে সক্ষম। শাওমির এ হেডসেটটি এতটাই আকর্ষণীয় যে এটি ভারতের বাজারে ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।


এটি ২১ ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।