ফুল পরিচিতি - পলাশ (Butea monasperma)

পুষ্প কথন November 30, 2016 4,723
ফুল পরিচিতি - পলাশ (Butea monasperma)

পলাশের ইংরেজি নাম Parrot tree, Bastard Teak কিংবা Flame of the Forest. সংস্কৃতিতে কিংসুক। মনিপুরী ভাষায় পাঙ গোঙ।


পলাশের বৈজ্ঞানিক নাম Butea monasperma. পরিবার Fabaceae. বাংলাদেশে প্রায় সব জায়গাতে কমবেশি পলাশ ফুল দেখা যায়।


পলাশ মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষ। সর্বোচ্চ প্রায় ১৫ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। শীতে গাছের পাতা ঝরে মলিন হয়ে পড়ে। বসন্তে ফুলে ফুলে ভরে ওঠে। টকটকে লাল ছাড়া হলুদ ও লালচে কমলা রঙের পলাশ ফুলও দেখা যায়।


বাকল ধূসর। শাখা-প্রশাখা ও কাণ্ড আঁকাবাঁকা। নতুন পাতা রেশমের মতো সূক্ষ্ম। গাঢ় সবুজ পাতা ত্রিপত্রী, দেখতে অনেকটা মান্দার গাছের পাতার মতো হলেও আকারে বড়। পলাশের ফল দেখতে অনেকটা শিমের মতো।


পলাশ ফুটে ফাগুনের কথা জানান দেয়। ঋতুরাজ বসন্তের আগমন বার্তা প্রচার করে চারদিকে। সাড়া দেয় অসংখ্য পাখি। পলাশের ডালে দেখা যায় টিয়া পাখিদের দল।


টিয়া পাখির ঠোঁটের সঙ্গে পলাশ ফুলের রঙ মিলেমিশে একাকার হয়ে যায়। সবকিছু মিলিয়ে পলাশ ফুল অসাধারণ। চারদিক লাল আভায় রঙিন করে তোলে। এত সাজগোজের পরও পলাশ ফুলের কিন্তু গন্ধ নেই।


তথ্যসূত্রঃ অনলাইন