ভালবাসার মানে লিরিক্স (নাটকঃ তাই তোমাকে 2016)

বাংলা লিরিক্স November 30, 2016 5,855
ভালবাসার মানে লিরিক্স  (নাটকঃ তাই তোমাকে 2016)

শিরোনামঃ ভালবাসার মানে

নাটকঃ তাই তোমাকে (2016)

ভোকালঃ তাহসান

লিরিক্সঃ রিফাত

মিউজিক: সাজিদ সরকার


ভালবাসার মানে লিরিক্স


ভালবাসা নয় তোমার জন্যে, শুধু আজকের দিনে।

ভালবাসায় তুমি মিশে আছো, মিশে রবে প্রতিক্ষনে।

আমার মাঝে অন্য রঙে, মন বলছে তাই তোমাকে।

তুমি ভালবাসার এক অন্য জগৎ,

প্রতিটা বেলাই ভালবাসার দিবস।

হাসিতে কত সুর বাজে মনে,

এতটুকুই বুঝি ভালবাসার মানে।


তোমারই মাঝে অদেখা সুখে,

ডুবে আছি যেন নিজেকে ভুলে।

আদরে মাখা মায়াবি রাতে,

তোমাকে ভাবি তাই।

আমার মাঝে অন্য সুরে,

মন বলছে তাই তোমাকে।

তুমি ভালবাসার এক অন্য জগৎ,

প্রতিটা বেলাই ভালবাসার দিবস।

হাসিতে কত সুর বাজে মনে,

এতটুকুই বুঝি ভালবাসার মানে।


স্বপ্ন চূড়ার স্পর্শ মেখে,

দিন কেটে যায় তোমারই স্রোতে।

ইচ্ছে করে উদাসী হয়ে, তোমাকে সাজাই।

অন্য রঙে অন্য সুরে, মন বলছে তাই তোমাকে।


তুমি ভালবাসার এক অন্য জগৎ,

প্রতিটা বেলাই ভালবাসার দিবস।

ও চোখে তাকালে বেলা যায় যে থেমে,

এতটুকুই বুঝি ভালবাসার..

তুমি ভালবাসার এক অন্য জগৎ,

প্রতিটা বেলাই ভালবাসার দিবস।

হাসিতে কত সুর বাজে মনে,

এতটুকুই বুঝি ভালবাসার মানে।