বাবা-মাকে না জানিয়ে বাবুল বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। বউ দেখেই বাবার চক্ষু চড়কগাছ। মেয়ে দেখতে মোটেই সুন্দরী নয়। বাবা বাবুলকে পাশের ঘরে ডেকে ফিসফিস করে বলছেন-
বাবা : তুই এটা কী করলি, রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করলি? এ মেয়ের না আছে রূপ, না আছে সৌন্দর্য! একটা ভালো দেখে মেয়ে বিয়ে করতি আমার আফসোস থাকত না।
আবুল : এত আস্তে বলার কোনো দরকার নেই বাবা, জোরে বল। আমার বউ কানে কম শোনে!