শাকিব খান : ডাক্তার সাব, আমার মায় বাঁচবো তো?
ডাক্তার : খুব দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।
শাকিব খান : আপনে কোনো চিন্তা করবেন না ডাক্তার! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা, ঠেলাগাড়ি ঠেইল্যা ২ দিনে আপনের সব ট্যাকা জোগাড় করুম!
ডাক্তার : আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ কইরা ডাক্তারি না পইড়া ঠেলাগাড়ি ঠেলতাম।