চিড়িয়াখানার এক কোণে এক মর্দা গাধা আর এক মাদি গাধা ঘাস খাচ্ছে। তা দেখে ছোট্ট ছেলেটি কৌতূহলবশত বড় গাধাটি দেখিয়ে বাবাকে বলল-
ছেলে : ওটা কী বাবা?
বাবা : ওটা একটা গাধা।
ছেলে : আর ওটা?
বাবা : ওটাও একটা গাধা।
ছেলে : সে কী বাবা, গাধারাও কি বিয়ে করে?
বাবা : হ্যাঁ বাবা, একমাত্র গাধারাই বিয়ে করে।