আসছে গুগলের নতুন ভিআর হেডসেট

গ্যাজেট রিভিউ November 4, 2016 1,289
আসছে গুগলের নতুন ভিআর হেডসেট

প্রযুক্তি জায়ান্ট গুগল নতুন ভিআর হেডসেট নিয়ে আসছে চলতি মাসে। এটি গুগলের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট। এর বিশেষত্ব হচ্ছে এটি দেখতে খুবই চমত্কার। বহনযোগ্য এই হেডসেটটি এটি ১০ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে পাওয়া যাবে। কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়ায় ডিভাইসটি পাওয়া যাবে।


এ হেডসেটটি দিয়ে মুভি, টিভি শো, গেমস খেলা যাবে। এটি স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করা যাবে। গুগলের ওয়েবসাইটের মাধ্যমে হেডসেটটি প্রি-অর্ডার করা যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে এটি ৭৯ ডলারে পাওয়া যাবে।