শিরোনামঃ অনুরনন
কন্ঠ,সুর ও সংগীতঃ হৃদয় খান
এ্যালবামঃ বলনা (২০০৯)
অনুরনন লিরিক্স
ভুলে যেওনা, যতদূর আমি যাই
রবো….. তোমারি মনে
আসবো ফিরে আমি,
দোষী বাতাস হয়ে
তোমারি….. আলিঙনে,
আবারো উঠবো মেতে অনুরননে….. ।।
ভুলে যেওনা,যতদূর ….
লাগে যদি কাঁপন, শীতের সকালে
ছুয়ে দিবো এক ফালি রোদ, কপালে (২)
হারিয়ে যদি যাই আধারে
খুজে পাবে চেনা গানে
দুজনে স্বপ্নে বাধা অনুরননে……
ভুলে যেওনা,যতদূর ….
লাগে যদি খুব একা, মাতাল বরষায়
মুছে দিবো কষ্ট তোমার, সহসায় (২)
হারিয়ে যদি যাই আধারে
খুজে পাবে চেনা গানে
দুজনে স্বপ্নে বাধা অনুরননে……
ভুলে যেওনা,যতদূর আমি যাই
রবো….. তোমারি মনে
আসবো ফিরে আমি,
দোষী বাতাস হয়ে
তোমারি….. আলিঙনে,
আবারো উঠবো মেতে অনুরননে….. ।।
ভুলে যেওনা,যতদূর ….