এক বৃদ্ধ জেলখানায় থাকা তার ছেলেকে চিঠি লিখল-
‘বেটা, আমার অনেক বয়স হইছে। এত বড় ক্ষেত খুড়ে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতি।’
ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দেয়-
‘বাবা, তুমি ক্ষেত খুইড় না। ক্ষেতে আমি আমার অস্ত্র লুকিয়ে রাখছি।’
পরদিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেত খুড়ে দেখল, কিন্তু অস্ত্র পেল না।
ছেলে আবার তার বাবাকে চিঠি লিখল-
‘বাবা, আমি জেলে থেকে তোমার এতটুকু সাহায্য করতে পারলাম। এখন শুধু আলুর বীজ লাগিয়ে দাও।’