বল্টু আর বাবার মধ্যে কথা হচ্ছে

বাবা-ছেলে কৌতুক August 9, 2016 2,269
বল্টু আর বাবার মধ্যে কথা হচ্ছে

বল্টু : বাবা, আমাদের প্রতিবেশী হাসানরা কি খুব গরীব?


বাবা : কি বলিস, তাদের অবস্থাতো বেশ ভালো।


বল্টু : গতকাল হাসানের ছোটো ভাই একটা পয়সা গিলে ফেলেছিলো। সেটা বের করার জন্য ওর বাবা-মা কি কাণ্ডটাই না করলো।