যেমন রোগি তেমন ডাক্তার!

ডাক্তার ও রোগী July 22, 2016 3,870
যেমন রোগি তেমন ডাক্তার!

রোগি : ডাক্তার সাহেব, মনে হচ্ছে আমার জটিল রোগ হয়েছে। আমি সবকিছু শুধু ভুলে যাই।


চিকিৎসক : তা কবে থেকে এই রোগ দেখা দিয়েছে আপনার?


রোগি : কোন রোগের কথা যেন বলছিলেন?

চিকিৎসক আর কথা না বাড়িয়ে প্রেসক্রিপশন লিখে রোগিকে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পর ওই রোগি আবারও চিকিৎসকের কাছে ফিরে এলেন-


রোগি : ডাক্তার, তন্ন তন্ন করে খুঁজেও তো কোনো দোকানেই আমি আপনার লিখে দেয়া ওষুধ কিনতে পারলাম না।


চিকিৎসক : ওহ, ওষুধের নাম লেখার কথা ভুলেই গিয়েছিলাম। এখানে তো শুধু আমার স্বাক্ষরটা করে দিয়েছি।