ফুল - পেন্টাস (Pentas lanceolata)

পুষ্প কথন June 27, 2016 6,254
ফুল - পেন্টাস (Pentas lanceolata)

ফুলের নাম- পেন্টাস

বৈজ্ঞানিক নাম- Pentas lanceolata

পরিবার- Rubiaceae


অন্যান্য নাম- Egyptian Starcluster আফ্রিকার প্রজাতি। ছোট গাছ ৪০-৫০সেমি উঁচু। টবেও লাগান যায়। কান্ড সবুজ ও রোমশ। পাতা ৮-১৫ সেমি লম্বা, ভল্লাকার, উপর চকচকে, নিচ ফ্যাকাশে ও রোমশ। প্রায় সারা বছরই ফুল, ডালের আগায় ছোট ছোট ফুলের থোকা- সাদা, গোলাপী, সিঁদুর-লাল। ফুলের দলন ০.৪সেমি লম্বা, মুখে ৫-৬টি লতি, ১.৩সেমি চওড়া। কলমে চাষ।


তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা

ছবি- নেট