জীবনে বন্ধু চাই

জীবনমুখী কবিতা June 25, 2016 8,044
জীবনে বন্ধু চাই

জীবনে বন্ধু চাই

বলছি সবার তরে।

একা জীবন কাটলে বেলা

বাচবো কেমন করে।

মনের কথা বলার মতো নেইতো কেও পাশে।

বন্ধু হলে দিও চিঠি যা কিছু আছে।

ইন্টার মিডিয়ার ছাত্র আমি

ফাস্ট ইয়ারে পড়ি।

লোচন জুড়ে সপ্ন একে বন্ধু খুজে মরি।

একটু যদি দয়া করো এই তনায়ার জন্য।

চিঠি লিখে জানিয়ে দিও হইবো তখন ধন্য।

সবার মাঝে নিস্ব আমি

বলছি আজ তাই

এই জীবনে মনের মতো

একটি বন্ধু চাই।...