আয়ু চব্বিশ ঘণ্টা

ডাক্তার ও রোগী June 11, 2016 2,038
আয়ু চব্বিশ ঘণ্টা

ডাক্তার রোগীকে তার রিপোর্ট জানানোর জন্য ফোন দিলেন-


ডাক্তার : আপনার জন্য একটা খারাপ আর একটা খুব খারাপ খবর আছে।


রোগি : খারাপ খবরটাই আগে বলুন।


ডাক্তার : মেডিক্যাল টেস্টে জানা গেছে আপনার আয়ু চব্বিশ ঘণ্টা।


রোগি : ও মাই গড! এটা খারাপ খবর হলে আরো খারাপ খবরটা কী?


ডাক্তার : আমি গত ২৪ ঘণ্টা ধরে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি এই খবরটা দেয়ার জন্য!