পৃথিবীর শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল টু ইন ওয়ান নোটবুক বাজারে ছাড়লো। এটি ইন্সপাইরেশন সিরিজের। তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত কম্পুটেক্স ২০১৬ তে এটি প্রদর্শন করা হয়। ল্যাপটপটির মডেল ইন্সপাইরেশন ৩০০০।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটি সাশ্রয়ী দামের। এতে ১১ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এটি ট্যাবের মত করে ব্যবহার করা যাবে।
এতে আছে ম্যাক্স অডিও প্রো টেকনোলজি। এটি এসএসডি সার্পোট করে। এছাড়াও এতে
ইউএসবি ৩.০ এবং মাইক্রএসডি কার্ড স্লট রয়েছে।
শক রেসিসট্যান্ট এই ল্যাপটপটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে।
চীনের বাজার ল্যাপটপটির মূল্য ২৪৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৯ হাজার ৫৩২ টাকা।