এসারের ফুলভিউ ডিসপ্লের ল্যাপটপ

কম্পিউটার রিভিউ May 24, 2018 2,895
এসারের ফুলভিউ ডিসপ্লের ল্যাপটপ

উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত হালকা-পাতলা ল্যাপটপ আনলো এসার। মডেল এসার সুইট ফাইভ। ইনটেলের সর্বাধুনিক কোর প্রসেসর সম্বলিত ল্যাপটপটিতে রয়েছে ১৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও ৮৭.৬ শতাংশ। ৯৯৭ গ্রাম ওজনের এই ল্যাপটপটিতে আল্ট্রা ন্যারো বেজেল ব্যবহার করা হয়েছে।


ম্যাগনেশিয়াম অ্যালয় চেসিসে তৈরি ল্যাপটপটিতে এলইডি ব্যাকলিট কি-বোর্ড রয়েছে। এতে ইনটেলের ওয়্যারলেস এসি ৯৫৬০ কিবোর্ড রয়েছে।


স্টোরেজের জন্য ল্যাপটপটিতে আছে ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ। এবং ১৬ জিবি ডিডিআর ফোর মেমোরি। কানেকটিভিটির জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট, এইচডিএমআই এবং এসডি কার্ড রিডার আছে।


ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।