বাংলাদেশে এলজি নিয়ে এলো সর্ম্পূণ নতুন ৩২জিকে৮৫০ মডেলের গেমিং মনিটর। ভিএ প্যানেল টাইপের মনিটরটির রেজুলেশন ২৫৬০*১৪৪০ কিউএইচডি এবং ভিউইং এঙ্গেল ১৭৮/১৭৮।
৩২ ইঞ্চির থ্রি সাইড আল্ট্রা-স্লিম বেজল মনিটরটি স্ফেরি লাইটিং টেকনোলজি সমৃদ্ধ। এছাড়াও এতে রয়েছে এনভিডিয়া জি-সিঙ্ক টেকনোলজি হাইট ডট পিভট এবং অ্যাডজাস্টেবল সুইভেল যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং ওভার ক্লক ১৬৫ হার্জ।
এতে রয়েছে এইচডিএমআই, ইউএসবি ৩.০ কানেকটিভিটি এবং ডিসপ্লে পোট । আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ গেমিং মনিটরটির মূল্য ৯৩ হাজার টাকা।