১৬৫০০ টাকায় নতুন ল্যাপটপ

কম্পিউটার রিভিউ May 5, 2018 2,895
১৬৫০০ টাকায় নতুন ল্যাপটপ

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে পাওয়া যাচ্ছে মধ্যবিত্তের জনপ্রিয় ব্র্যান্ড আইলাইফ ল্যাপটপ। বসুন্ধরা সিটির লেভেল ৫ ব্লকক ডি, সুমেশ টেক-এ পাওয়া যাবে আইলাইফের সবচেয়ে সাশ্রয়ী দামের ল্যাপটপ জেড এয়ার।


১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লর এই ল্যাপটপটিতে রয়েছে পাওয়ারফুল ইন্টেল কোয়াড কোর প্রসেসর এবং জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।


এর বিল্টইন মেমোরি ৩২ জিবি। যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১০ হাজার এমএইচ ব্যাটারি এই ল্যাপটপটি সাত থেকে আট ঘণ্টা ব্যাকআপ দিবে।


এই বাজেট ল্যাপটপটি দিয়ে আপনার প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যাবে। এতে মাইক্রোসফট অফিস,অটো ক্যাড ও ফটোশপ সাপোর্ট করে।


১.২৫ কেজি ওজনের এই স্লিম ল্যাপটপটি সহজে বহনযোগ্য। আকর্ষণীয় ডিজাইনের এই ল্যাপটপ টি সিলভার কালারে পাওয়া যাচ্ছে।


দুবাই থেকে সরাসরি আমদানি করা ল্যাপটপটির সঙ্গে থাকছে ফ্রি ব্যাগ। আই লাইফের প্রতিটি পণ্যের সাথে আপনি পাচ্ছেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। ডিভাইসটির মূল্য ১৬ হাজার ৪৯৯ টাকা।