গান- আমি সেই সুতো হব
শিল্পী- তাহসান
অ্যালবাম- উদ্দেশ্য নেই
আমি সেই সুতো হব
যে তোমায় আলোকিত করে- নিজে জ্বলে যাব !
আমি সেই নৌকো হব
যে তোমায় পার করে- নিজেই ডুবে যাব !
হব সেই চোখ
যে তোমায় দেখেই- বুঝে যাব
হব সেই সূর
যে তোমায় মাতিয়ে-করুণ হব !
হব সেই চাঁদ
যে হয়ে গেলে রাত- তোমাকে আলো দেবে
দিন ফিরে এলে আবার
ফুরিয়ে যাব- শুধু ভালোবেস আমায়
ঝরিয়ে আমার চোখের বৃষ্টিি
আনব রংধনু
শুধু আপন থেক- ভালবেস
ভালবেস আমায়
করে প্রমাণ মহৎ তোমায়
হয়ে যাব আমি নগণ্য
এ অপরাধে হলে আমি অপরাধী
ভেবে নেব- এ-টাই পূন্য
আমি সেই সুতো হব
যে তোমায় আলোকিত করে- নিজে জ্বলে যাব !
আমি সেই নৌকো হব
যে তোমায় পার করে- নিজেই ডুবে যাব !
হব সেই চোখ
যে তোমায় দেখেই- বুঝে যাব
হব সেই সূর
যে তোমায় মাতিয়ে- করুণ হব !
হব সেই চাঁদ
যে হয়ে গেলে রাত- তোমায় আলো দেবে
দিন ফিরে এলে আবার
ফুরিয়ে যাব- শুধু ভালোবেস আমায়
ঝরিয়ে আমার চোখের বৃষ্টিি
আনব রংধনু
শুধু আপন থেক- ভালবেস
ভালবেস আমায়