রেকর্ড বইয়ে স্থান পেতে মানুষ কতো কিছুই না করে। তাই বলে বিশ্ব রেকর্ড গড়া থেকে পিছিয়ে থাকেনি মানুষ। এখানে দেখুন কয়েকটি গিনিস বিশ্ব রেকর্ড যেগুলো অদ্ভুত বলে পরিচিতি পেয়েছে।
১. অস্ট্রেলিয়া সমুদ্রসৈকতে ১০১০ জন নারী বিকিনি পরে পোজ দিলেন। তাদের ইচ্ছা সুইম স্যুটের গিনেস রেকর্ড স্থাপন করা।
২. ৩৯ ইঞ্চি লম্বা ও ২৮ ইঞ্চি প্রস্থের কাগজে হাতে কোরআন শরীফ লিখে বিশ্ব রেকর্ড করলেন হাসান আল-জায়াত। এটাই সবচেয়ে বড় হাতে লেখা কোরআন শরীফ।
৩. সবচেয়ে বড় বার্বি কিউ করতে গিয়ে ৩০ হাজার মানুষ ১৩ হাজার ৭১৩ কিলোগ্রাম মাংসের বার্বি কিউ করলেন।
৪. ক্রিস 'দ্য ডাচেস' ওয়ালটন গিনেস বুকে স্থান পেলেন দীর্ঘতম হাতের নখের কারণে।
৫. মহাত্মা গান্ধির বেশে সবচেয়ে বড় শান্তিযাত্রায় অংশ নিয়ে রেকর্ড গড়লেন শিশুরা।
৬. লংগেস্ট প্যারেড ফ্লোট বানিয়ে বিশ্ব রেকর্ড করলো চীন। গুয়াতিয়ানে ল্যানটার্ন ফেস্টিভেলে কাগজ, বাঁশ আর কাঠ দিয়ে বানানো হয় ২৫৯৬ ফুট লম্বা ড্রাগন।
৭. এক রোমানিয়ান নারী বিয়ের পোশাকে গড়লেন বিশ্ব রেকর্ড। এর পেছনের লেজটা সবচেয়ে দীর্ঘ।
৮. টানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড চুমু খেয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ব্যাংককের ছেলে-মেয়েরা।
৯. গাও বিনগোও নামের এক লোক সবচেয়ে বেশি সংখ্যক মৌমাছি গায়ে নিয়ে গিনেস রেকর্ড গড়লেন।
১০. মা হতে চলেছেন এমন নারীদের সবচেয়ে বড় ইয়োগা ক্লাস। এতে অংশ নেন ৫৫৩ জন গর্ভবতী নারী।
১১. ডেড সি-তে বৃহত্তম ভাসমান কিছু বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েন জর্ডানের হোটেল স্টাফরা। এতে অংশ নেন ২৬১ জন হোটেল কর্মী।
১২. মুখে একটি টুথব্রাশ নিয়ে তারওপর একটি বাস্কেট বলা ঘুরিয়েছেন ২২.৪১ সেকেন্ড। থানেশ্বর গুরাগাইয়ের এটাই গিনেস রেকর্ড।
১৩. তাইওয়ানের ১২১৫ জন কৃষকের গিনেস রেকর্ড এটি। ৫.১ একর জমিতে ১৬ মিনিট ২০ সেকেন্ডে ধানের চারা লাগিয়েছেন তারা।
১৪. ব্যথা সহ্য করার ক্ষেত্রে এটাকেই বিশ্ব রেকর্ড বলে মনে করা হচ্ছে। চার চাকার একটি গাড়ি তার দেহের ওপর দিয়ে চলে যায়।
১৫. পৃথিবীর সবচেয়ে বড় বালিশ যুদ্ধের আয়োজন হয়েছে শিকাগোতে। এতে অংশ নেন ৬২৬১ জন মানুষ।
১৬. মাইকেল জ্যাকসনের এক ভক্ত আরো ১৩ হাজার ভক্তকে নিয়ে তারকার জন্মদিনে নেচে বিশ্ব রেকর্ড গড়লেন।
১৭. রাশিয়ার বুক অব রেকর্ডে স্থান করে নিতে ৬ জনের একটি দল বানালেন সবচেয়ে বৃহদাকার কাপুচিনো কাপ। ওই কাপে ধরেছিল ৪২৫০ লিটার কাপুচিনো।
১৮. স্কাইডাইভাররা গিনেস বুকে স্থান করে নিলেন সবচেয়ে বড় ফ্রি-ফল ফরমেশন করে। ৩৫৭ জন স্কাইডাইভার টানা ছয় সেকেন্ড ধরে পড়তে থাকলেন ঘণ্টায় ১১২ মাইল বেগে।
১৯. সবচেয়ে বড় শান্তির চিহ্ন বানানো হলো জন লেলনের ৭৫তম জন্মবার্ষিকীতে।
২০. চীনের একটি রূপচর্চা কেন্দ্রে সবচেয়ে বেশি সংখ্যাক নারী অংশ নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন।
২১. একটি কারে সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ চড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সাইবেরিয়ান ফেডারেল ইউনিভার্সিটির একটি দল।
২২. লস অ্যাঞ্জেলসে সবচেয়ে বড় আইনস্টাইন সমাবেশ হয়েছিল। এতে ৩০০ জান মানুষ আইনস্টাইন সেজে আসেন।
২৩. ২০১৪ সালে ৪০৬ জন মানুষ 'টোয়ার্ক' নাচের রেকর্ড গড়লেন।
২৪. বৃহত্তম সুসি মোজাইক বানাতে কয়েক টন কাঁটা মাছ জোগাড় করলেন সুসি শেফরা।
২৫. মুখে মুখোশ লাগিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জড়ো হয়ে রেকর্ড গড়লেন। এতে অংশ নেন ১২১৩ জন মানুষ।
২৬. বিশ্বের সবচেয়ে বড় সুইমওয়্যার প্যারেডে অংশ নিয়ে বিশ্ব রেকর্ড করা হয় অস্ট্রেলিয়ায়।
২৭. ভারতের আহমেদাবাদে সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ একযোগে দাবা খেলতে বসে রেকর্ড গড়লেন।