মানুষের কত রকমের শখই না থাকে! এবার চীনা এক নাগরিক মৌমাছিতে সারা শরীর আবৃত করে
ব্যতিক্রমী এক রেকর্ড গড়েছেন। চীনা ওই নাগরিকের নাম গাও বিঙ্গগুও (৫৫)। শরীরে ১০৯ কেজি ওজনের এক ঝাঁক মৌমাছি ধারণ করে এ রেকর্ড গড়েন তিনি। মৌমাছিতে গা ঢাকা অবস্থায় যন্ত্রণায় না কাতরিয়ে তিনি সিগারেটও টেনেছেন! গাও বিঙ্গগুও চীনের শানডঙ্গ প্রদেশের তাইয়ান শহরের বাসিন্দা। তার পেশা অবশ্য মৌমাছি চাষ করা। রেকর্ড গড়তে লাখ লাখ মৌমাছি নিজের শরীরে ছাড়েন গাও।
গায়ে মৌমাছি টানতে শরীরে ডজনখানেক রাণী মৌমাছিও ছাড়েন তিনি। মানুষ সাধারণত গায়ে একটা মৌমাছি হুল ফুটালেই যন্ত্রণায় কাতরাতে থাকে। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, কয়েক হাজার বিষাক্ত হুল শরীরে বিদ্ধ হওয়ার পরও একদমই শান্ত থেকে সিগারেট টেনেছেন গাও ! এর আগের রেকর্ডটিও ছিল চীনের আরেক মৌমাছি চাষী ঝাঙ উইয়ের। নিজের শরীরে ৮৩.৫ কেজি মৌমাছি ধারণ করে ওই রেকর্ড করেছিলেন তিনি।