১০ মিনিটে সাড়ে ৯ পাউন্ড মাংস..

ওয়ার্ল্ড রেকর্ডস May 30, 2016 1,048
১০ মিনিটে সাড়ে ৯ পাউন্ড মাংস..

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে খাবার প্রতিযোগিতায় জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি দশ মিনিটে প্রায় ৪ দশমিক ২৪ কেজি টার্কির মাংস খেয়ে রেকর্ড গড়েছেন। এর আগের রেকর্ডটি ছিল সোন্যা টমাসের দখলে যিনি ২০১১ সালের নভেম্বরে প্রায় সাড়ে পাঁচ পাউন্ড মাংস খেয়েছিলেন।


জোয়ির বয়স ৩১ বছর। তিনি এ প্রতিযোগিতায় একটি টার্কির সবটুকু খেয়েছেন। দশ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি জিতেছেন ৫০০০ মার্কিন ডলারের একটি চেক।